Privacy and Legal Info
খাদ্যের নামে আমরা প্রতিদিন যেসকল খাবার খাচ্ছি তা কি আসলেই খাদ্য নাকি শরীর খাবারের আনাগোনা, মৃত্যুঝুকি।যে খাবার আমাদের সুস্থ ভাবে বাঁচাবে,সেই খাবারে এখন পাওয়া যায় বিষাক্ত কেমিক্যাল। এইসব খাবার খেয়ে আমাদের শরীরে বাসা বাঁধে রোগবালাই। চিকিৎসার জন্য যেতে হয় চিকিৎসকের কাছে। যাদের টাকা আছে তারা চিকিৎসা করাতে পারলেও যাদের দিন এনে দিন খেতে হয়, তারা খাবারের ঠিকমত জোগাড় করতে পারে না, চিকিৎসার টাকা জোগাবে কি করে। খাবারে পচন রোধের নামে যে ফরমালিন মেশানো হয় তাতে ফুসফুস, লিভার, ক্যান্সার,কিডনি ড্যামেজ সহ নানাবিধ অসুখে আক্রান্ত হয়ে অসংখ্য লোক মারা যাচ্ছে। কিন্তু এই দ্বায়ভার কে নেবে। মানুষকে বেঁচে থাকতে হলে অবশ্য তার খাদ্য প্রয়োজন। সবজি, ফল,মাছ,মাংস এমন কি মসলাতেও ভেজাল মেশানো হচ্ছে। ইট ও কাঠের গুড়া মেশানো হচ্ছে গুড়া মসলা গুলোতে। কতদিন আর চলবে এই ভেজাল মেশানো খাব